ধরুন আপনি ফোন চার্জে বসিয়েছেন আর অন্যদিকে আপনার মোবাইলে থাকা যাবতীয় তথ্য হ্যাকার্সদের কাছে চলে যাচ্ছে। হ্যাকিংয়ের দুনিয়ায় এটি খুবই স্বাভাবিক ব্যাপার। তাই যদি আপনি আপনার ফোন অথবা ট্যাবলেট পাবলিক প্লেসে চার্জ করে থাকেন যেমন ধরুন এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, বাসস্টপ কিংবা ক্যাফের মতো জায়গায় বসানো চার্জিং পয়েন্ট তাহলে ভিডিওটি দেখার পর সতর্ক হয়ে যান।
পাবলিক প্লেসে ফোন চার্জে বসালে বিপদ তো রয়েছেই। চার্জ থেকে ফোন খুলে নিলেও কিন্তু বিপদ কমছে না। কারণ হ্যাকার্সরা চার্জিং পোর্টের মাধ্যমে আপনার ফোনের ওয়াইফাই অন করে ইচ্ছেমতো ব্যবহার করতে পারে। আর এই কাজটি করার জন্য হ্যাকার্সরা জুস জ্যাকিং বলে একটি প্রযুক্তির ব্যবহার করে থাকে। জুস জ্যাকিংয়ের মাধ্যমে দুভাবে আপনার ফোন থেকে হ্যাকার্সরা ডেটা চুরি করে থাকে।
পদ্ধতি ১. পাবলিক চার্জিং পয়েন্টে লাগানো কেবলের মাধ্যমে আপনার ফোনে ম্যালওয়্যার কিংবা ভাইরাস প্রবেশ করিয়ে দেয় হ্যাকাররা। তারপর ক্রলার্স বলে এক ধরনের ডিজিটাল ভাইরাস আপনার ফোনে থাকা ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য চুরি করে হ্যাকার্সদের কাছে পাঠিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই এই ভাইরাস নিজের কাজ সেরে ফেলে।
পদ্ধতি ২. এই পদ্ধতিতে ফোনে ভাইরাস ঢুকিয়ে সঙ্গে-সঙ্গে ডেটা চুরি করা হয় না। আস্তে-আস্তে আপনার যাবতীয় তথ্য হ্যাকার্সরা সংগ্রহ করে নিজের মতো করে ব্যবহার করে। যেমন আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, কি কথা বলছেন এই সব তথ্য হ্যাকার্সরা জেনে ফেলে। শুধু তাই নয় ভাইরাসের মাধ্যমে হ্যাক করে ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, এমনকি জিপিএসও ব্যবহার করতে পারে হ্যাকার্সরা। ভাইরাসের মাধ্যমে আপনার ফোন থেকে অন্য ব্যক্তিকে ফোন করতে পারে তারা। আপনার যাবতীয় ডেটা চুরি করে আপনার কাছে মোটা অংকের টাকা চাইতে পারে হ্যাকার্সরা।
আপনি হয়েতো ভাবছেন মোবাইল সুইচ অফ করে চার্জ করবেন। কিন্তু এভাবেও আপনি নিরাপদে থাকতে পারবেন না। কারণ মোবাইল সুইচ অফ করে চার্জ করাও নিরাপদ নয়। ফ্ল্যাশ মেমোরির মাধ্যমে ফোন বন্ধ থাকলেও হ্যাকার্সরা ডেটা চুরি করতে পারে।
হ্যাকিং থেকে বাঁচার উপায় কি?
০১. বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন ফুল চার্জ করে বের হোন
০২. ফোন চার্জ না করতে পারলে সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক রাখুন
০৩. বিশেষ ধরনের ইউএসবি কেবল ব্যবহার করতে পারেন। এই কেবলগুলি ডেটা মোডকে কানেক্ট করে না। শুধু চার্জিং পিনকে পোর্টের সঙ্গে কানেক্ট করে।
সর্বপরি মোবাইল চার্জ করার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। তাহলেই এই ধরণের হ্যাকিং থেকে বাঁচতে পারবেন। সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন।