Friday, June 18, 2021

Google আপনার ফোনে সবকিছু রেকর্ড করছে! কীভাবে বন্ধ করবেন? Google Secretly recording everything you have! How to stop

আপনি যদি Android ইউজার হন তবে অবশ্যই আপনি কোনও না কোনও সময়ে Google Assistant ব্যবহার করেছেন আপনি কি জানেন যে Google আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার ভয়েস রেকর্ড করে?

তাছাড়া আমরা প্রতিদিন গুগুল সার্ভিস ব্যবহার করি। যেমন ধরুন – Google Search, Google Assistant, Gmail, Google Apps, Google News, Google Play store, Google Map etc. এসকল সার্ভিস যখন আমরা ব্যবহার করি গুগল তখন আমাদের তথ্যগুলো পরবর্তী সময়ে ব্যবহার উপযোগী করতে রেকর্ড করে থাকে। এমনকি আপনার আমার ভয়েস পর্যন্ত রেকর্ড করে।

কীভাবে জানবেন? GOOGLE রেকর্ড করছে গোপনে!

1. আপনার Google Account-এ লগইন করতে হবে। যদি লগ আউট হয়েছেন তবে এবার Google play store ওপেন করুন। উপরের ডানদিকে আপনার প্রোফাইল ট্যাপ করুন এবং 'Manage your Google account' যেতে হবে। কাজটি অন্য ভাবেও করা যেতে পারে জিমেইলে যান । উপরের ডানদিকে আপনার প্রোফাইল ট্যাপ করুন এবং 'Manage your Google account' ট্যাব করুন।

2. এবার 'Data & personalisation' ট্যাবে ক্লিক করুন।

3. 'Data & personalisation' এর আওতায় আপনি 'Activity controls' পাবেন যেখানে আপনি ওয়েব এবং অ্যাপ এক্টিভিটি, লোকেশন, হিস্ট্রি, ইউটিউব হিস্ট্রি ইত্যাদি দেখতে পাবেন। একটু নিচের দিকে নামতেই দেখবেন Activity and Timeline যেখানে রয়েছে My activity and Timeline আপনাকে My Activity ট্যাব করতে হবে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন সেটি জানতে চাইলে দ্বিতীয় অপশনটি ট্যাব করতে পারেন। My Activity পেইজে সরাসরি যাওয়ার জন্য এই লিংকটি সরাসরি ব্যবহার করতে পারেন। জিমেইল ওপেন থাকা অবস্থায় এই লিংকে প্রবেশ করলে আপনাকে আর পূর্ববর্তী কাজগুলো করতে হবে না। ডেসক্রিপশনে লিংকটি দেওয়া থাকবে।

https://myactivity.google.com/myactivity?pli=1

4. এবার বাম দিকের থ্রিলাইনে ক্লিক করতে হবে। ট্যাব করতে হবে 'Activity controls'

5. এবার নীচে স্ক্রোল করুন এবং 'Manage activity' অপশন ক্লিক করতে হবে।

6. 'Filter by date' অপশনে যেতে হবে।

7. আপনার প্রয়োজন মত সিলেক্ট করুন এবং তারপরে Apply করুন

8. এখন, আপনি যে ডেট পর্যন্ত সিলেক্ট করছেন সেই ডেট পর্যন্ত রেকর্ড দেখতে পারবেন।

GOOGLE রেকর্ড কিভাবে ডিলিট করবেন?

My Activity থেকে থ্রি লাইনে ট্যাব করতে হবে। তারপর ট্যাব করতে হবে Delete Activity By আপনি এই পর্যন্ত জমে থাকা সকল Activity ডিলিট করতে পারেন অথবা কাস্টমভাবে সিলেক্ট করতে পারেন।

GOOGLE রেকর্ড কিভাবে বন্ধ করবেন?

'Data & personalisation' ট্যাবে ক্লিক করুন।

'Activity controls' এর নিচে Web & App Activity (on থাকলে ট্যাব করে পরবর্তী পেইজে অসলে Include chrome history, saves your activity, include audio recordings off করে দিন। তাহলে আর অপনার ভয়েস ও আপনার প্রতিদিন কি কি করেন তা গুগলে রেকর্ড থাকবে না।

See The Video:

Monday, June 14, 2021

JPG to PNG online: Best 2 ways to make JPG/JPEG to PNG files online (Free PNG File Maker Bangla)

পিএনজি ফাইল আমরা সবাই কমবেশি ব্যবহার করি। পিএনজি ফাইল এতো জনপ্রিয় কারণ যে কোন ডিজাইনের সাথে এটি সহজে মনিয়ে যায় এবং ফাইল সাইজও তুলনামূলক ছোট হয়। কিন্তু মাঝে মাঝে প্রয়োজন পরে জেপিজি ফাইলকে পিএনজি করার সঠিক উপায় জানা না থাকলে কাজটি কিন্তু সহজ নয়।

আজকের ভিডিওতে দুটি সহজ পদ্ধতি শেয়ার করবো যার মাধ্যমে সহজে আপনি আপনার যে কোন জেপিইজি ফাইলকে পিএনজি ফাইলে রূপান্তিত করে নিতে পরবেন।

শুরুতে আপনাকে KAPWING সাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনি তিনভাবে শুরু করতে পারেন। Get started ক্লিক করে আপলোড করতে পারেন নতুন ছবি। অথবা একই কাজটি আপলোড ফাইলে গিয়ে করা যাবে। আবার আপনি চাইলে ছবির লিংকটি পেষ্ট করে দিতে পারেন। আমি আপলোড ফাইল থেকে আমার পছন্দের ছবিটি আপলোড করে নিচ্ছি। এখন আমি ব্যবহার করবো ম্যাজিক ওয়ান টুলটি। আপনি ওয়েবসাইট ভিজিট করলে যদি সরাসরি এই ইন্টারফেস না দেখেন তাহলে। ব্রাউজারে এটি লিখে দিতে পারেন। https://www.kapwing.com/tools/remove-image-background আরো নিশ্চিত হতে বাম দিকে দেখে নিতে পারেন Studio > Erase রয়েছে কিনা।

এখন ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবো এবং ড্রাক করার মাধ্যমে ছবি থেকে যে অংশটি বাদ দিতে চাই সেটি সিলেক্ট করে নিবো। সঠিকভাবে সিলেক্ট করার জন্য সেনসেটিবিটি টুললটি ব্যবহার করবো। এই টুলটি ব্যবহার করলে বা না করলে যে সকল পরিবর্তন হতে পারে সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে মুছা টুলটিও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ব্রশটি ছোট ও বড় করার সুবিধা পাবেন। তাছাড়া রয়েছে আনডু ও রিডু এবং পাশে আছে ফিট স্ক্রিন।

নির্দিষ্ট অংশটি নির্বাচিত হলে রিমুভ পিকজেল্স ক্লিক করুন। সঠিকভাবে ব্রাকগ্রাউন্ড রিমুভ হলে ডান ক্লিক করে দিন। তারপর Export Image ক্লিক করুন। এখন এখান থেকে ডাউনলোড ক্লিক করুন। তবে এভাবে ডাউললোড করলে ওয়াটারমার্ক দেখাবে।

আপনি সাইনইন করে নিলে ওয়াটারমার্ক থাকবেনা। তাছাড়া এখানে আরো কিছু অপশন দেওয়া আছে যেগেুলো ব্যবহার করতে পারেন। যেমন: কপি ইউআরএল, স্যোসাল মিডিয়া শেয়ার প্রভৃতি। আমি ডাউনলোড করে ইমেজটি ওপেন করবো।

এখন আপনাদের দেখাবো দ্বিতীয় পদ্ধতি সেজন্য নতুন একটি ট্যাপ ওপেন করে নিচ্ছি। আমার মনে হয়ে দ্বিতীয় পদ্ধতি দেখার পর আপনার আর কোন পদ্ধতি ভালো লাগবে না। ব্রাউজারে বিজিরিমুভ লিখে সার্চ করুন। তারপর প্রথম লিংকে ক্লিক করবেন। এখানে আপনি তিনভবে ছবি আনতে পারবেন। আপলোড করে, ড্রাগ করে এবং লিংক কপি পেষ্ট করে। আমি আপলোড ইমেজ ক্লিক করে ইমেজ আপলোড করে নিচ্ছি।

৫ সেকেন্ড বা তারো কম সময়য়ে এই সাইটটি আপনার যেকোন ইমেজের ব্যাকগ্রাউক রিমুভ করে দেবে। অসাধারণ একটি সাইট। আপনি চাইলে ব্রকগ্রাউন্ড রিমুভের পর চাইলে ছবিটিকে এডিটিং করে নিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড ও পরিবর্তন করে ফেলতে পারবেন।

ভিডিওটি দেখুন:

Facebook ads 2023 | 5 things you need to know | Facebook ads tips

ফেসবুকে যারা এ্যাড দেওয়ার করা ভাবছেন বা এ্যাড নিয়মিত দিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে এ্যাড দেওয়ার আগে য...