আপনি যদি Android ইউজার হন তবে অবশ্যই আপনি কোনও না কোনও সময়ে Google Assistant ব্যবহার করেছেন আপনি কি জানেন যে Google আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার ভয়েস রেকর্ড করে?
তাছাড়া আমরা প্রতিদিন গুগুল সার্ভিস ব্যবহার করি। যেমন ধরুন – Google Search, Google Assistant, Gmail, Google Apps, Google News, Google Play store, Google Map etc. এসকল সার্ভিস যখন আমরা ব্যবহার করি গুগল তখন আমাদের তথ্যগুলো পরবর্তী সময়ে ব্যবহার উপযোগী করতে রেকর্ড করে থাকে। এমনকি আপনার আমার ভয়েস পর্যন্ত রেকর্ড করে।
কীভাবে জানবেন? GOOGLE রেকর্ড করছে গোপনে!
1. আপনার Google Account-এ লগইন করতে হবে। যদি লগ আউট হয়েছেন তবে এবার Google play store ওপেন করুন। উপরের ডানদিকে আপনার প্রোফাইল ট্যাপ করুন এবং 'Manage your Google account' যেতে হবে। কাজটি অন্য ভাবেও করা যেতে পারে জিমেইলে যান । উপরের ডানদিকে আপনার প্রোফাইল ট্যাপ করুন এবং 'Manage your Google account' ট্যাব করুন।
2. এবার 'Data & personalisation' ট্যাবে ক্লিক করুন।
3. 'Data & personalisation' এর আওতায় আপনি 'Activity controls' পাবেন যেখানে আপনি ওয়েব এবং অ্যাপ এক্টিভিটি, লোকেশন, হিস্ট্রি, ইউটিউব হিস্ট্রি ইত্যাদি দেখতে পাবেন। একটু নিচের দিকে নামতেই দেখবেন Activity and Timeline যেখানে রয়েছে My activity and Timeline আপনাকে My Activity ট্যাব করতে হবে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন সেটি জানতে চাইলে দ্বিতীয় অপশনটি ট্যাব করতে পারেন। My Activity পেইজে সরাসরি যাওয়ার জন্য এই লিংকটি সরাসরি ব্যবহার করতে পারেন। জিমেইল ওপেন থাকা অবস্থায় এই লিংকে প্রবেশ করলে আপনাকে আর পূর্ববর্তী কাজগুলো করতে হবে না। ডেসক্রিপশনে লিংকটি দেওয়া থাকবে।
https://myactivity.google.com/myactivity?pli=14. এবার বাম দিকের থ্রিলাইনে ক্লিক করতে হবে। ট্যাব করতে হবে 'Activity controls'
5. এবার নীচে স্ক্রোল করুন এবং 'Manage activity' অপশন ক্লিক করতে হবে।
6. 'Filter by date' অপশনে যেতে হবে।
7. আপনার প্রয়োজন মত সিলেক্ট করুন এবং তারপরে Apply করুন
8. এখন, আপনি যে ডেট পর্যন্ত সিলেক্ট করছেন সেই ডেট পর্যন্ত রেকর্ড দেখতে পারবেন।
GOOGLE রেকর্ড কিভাবে ডিলিট করবেন?
My Activity থেকে থ্রি লাইনে ট্যাব করতে হবে। তারপর ট্যাব করতে হবে Delete Activity By আপনি এই পর্যন্ত জমে থাকা সকল Activity ডিলিট করতে পারেন অথবা কাস্টমভাবে সিলেক্ট করতে পারেন।
GOOGLE রেকর্ড কিভাবে বন্ধ করবেন?
'Data & personalisation' ট্যাবে ক্লিক করুন।
'Activity controls' এর নিচে Web & App Activity (on থাকলে ট্যাব করে পরবর্তী পেইজে অসলে Include chrome history, saves your activity, include audio recordings off করে দিন। তাহলে আর অপনার ভয়েস ও আপনার প্রতিদিন কি কি করেন তা গুগলে রেকর্ড থাকবে না।
See The Video: