পিএনজি ফাইল আমরা সবাই কমবেশি ব্যবহার করি। পিএনজি ফাইল এতো জনপ্রিয় কারণ যে কোন ডিজাইনের সাথে এটি সহজে মনিয়ে যায় এবং ফাইল সাইজও তুলনামূলক ছোট হয়। কিন্তু মাঝে মাঝে প্রয়োজন পরে জেপিজি ফাইলকে পিএনজি করার সঠিক উপায় জানা না থাকলে কাজটি কিন্তু সহজ নয়।
আজকের ভিডিওতে দুটি সহজ পদ্ধতি শেয়ার করবো যার মাধ্যমে সহজে আপনি আপনার যে কোন জেপিইজি ফাইলকে পিএনজি ফাইলে রূপান্তিত করে নিতে পরবেন।
শুরুতে আপনাকে KAPWING সাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনি তিনভাবে শুরু করতে পারেন। Get started ক্লিক করে আপলোড করতে পারেন নতুন ছবি। অথবা একই কাজটি আপলোড ফাইলে গিয়ে করা যাবে। আবার আপনি চাইলে ছবির লিংকটি পেষ্ট করে দিতে পারেন। আমি আপলোড ফাইল থেকে আমার পছন্দের ছবিটি আপলোড করে নিচ্ছি। এখন আমি ব্যবহার করবো ম্যাজিক ওয়ান টুলটি। আপনি ওয়েবসাইট ভিজিট করলে যদি সরাসরি এই ইন্টারফেস না দেখেন তাহলে। ব্রাউজারে এটি লিখে দিতে পারেন। https://www.kapwing.com/tools/remove-image-background আরো নিশ্চিত হতে বাম দিকে দেখে নিতে পারেন Studio > Erase রয়েছে কিনা।
এখন ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবো এবং ড্রাক করার মাধ্যমে ছবি থেকে যে অংশটি বাদ দিতে চাই সেটি সিলেক্ট করে নিবো। সঠিকভাবে সিলেক্ট করার জন্য সেনসেটিবিটি টুললটি ব্যবহার করবো। এই টুলটি ব্যবহার করলে বা না করলে যে সকল পরিবর্তন হতে পারে সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে মুছা টুলটিও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ব্রশটি ছোট ও বড় করার সুবিধা পাবেন। তাছাড়া রয়েছে আনডু ও রিডু এবং পাশে আছে ফিট স্ক্রিন।
নির্দিষ্ট অংশটি নির্বাচিত হলে রিমুভ পিকজেল্স ক্লিক করুন। সঠিকভাবে ব্রাকগ্রাউন্ড রিমুভ হলে ডান ক্লিক করে দিন। তারপর Export Image ক্লিক করুন। এখন এখান থেকে ডাউনলোড ক্লিক করুন। তবে এভাবে ডাউললোড করলে ওয়াটারমার্ক দেখাবে।
আপনি সাইনইন করে নিলে ওয়াটারমার্ক থাকবেনা। তাছাড়া এখানে আরো কিছু অপশন দেওয়া আছে যেগেুলো ব্যবহার করতে পারেন। যেমন: কপি ইউআরএল, স্যোসাল মিডিয়া শেয়ার প্রভৃতি। আমি ডাউনলোড করে ইমেজটি ওপেন করবো।
এখন আপনাদের দেখাবো দ্বিতীয় পদ্ধতি সেজন্য নতুন একটি ট্যাপ ওপেন করে নিচ্ছি। আমার মনে হয়ে দ্বিতীয় পদ্ধতি দেখার পর আপনার আর কোন পদ্ধতি ভালো লাগবে না। ব্রাউজারে বিজিরিমুভ লিখে সার্চ করুন। তারপর প্রথম লিংকে ক্লিক করবেন। এখানে আপনি তিনভবে ছবি আনতে পারবেন। আপলোড করে, ড্রাগ করে এবং লিংক কপি পেষ্ট করে। আমি আপলোড ইমেজ ক্লিক করে ইমেজ আপলোড করে নিচ্ছি।
৫ সেকেন্ড বা তারো কম সময়য়ে এই সাইটটি আপনার যেকোন ইমেজের ব্যাকগ্রাউক রিমুভ করে দেবে। অসাধারণ একটি সাইট। আপনি চাইলে ব্রকগ্রাউন্ড রিমুভের পর চাইলে ছবিটিকে এডিটিং করে নিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড ও পরিবর্তন করে ফেলতে পারবেন।
ভিডিওটি দেখুন:
No comments:
Post a Comment