6 Best FREE Online CV/Resume Maker Website| How to write a CV?
যেকোনো চাকরির ক্ষেত্রে সিভির গুরুত্ব যে আসলে কত, তা বলা বাহুল্য। একটি ভালো পরিমার্জিত সিভি একজন চাকরিপ্রার্থীকে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দেয়। সিভি চাকুরিপ্রার্থীর যোগ্যতার আয়না। একজন নিয়োগকারী নিশ্চয় প্রার্থীর চেহারা দেখে কাজ দিবেনা। সিভিটাই চাকুরিদাতা প্রতিষ্ঠানের কাছে প্রার্থীর প্রধান পরিচায়ক।
কারণ আপনি হয়তো সব যাওয়ার সুযোগ পাবেন না কিন্তু ঐসব জায়গার আপনার সিভি আপনার যোগ্যতাকে উপস্থাপন করবে। তাই ভালো চাকরি পাবার জন্য, নিজের স্কিল বাড়ানোর পাশাপাশি, সিভি তৈরির ক্ষেত্রেও সমানভাবে নজর দিতে হবে অর্থাৎ ভালো মানের একটি সিভি থাকা তাই অত্যান্ত জরুরি।
No comments:
Post a Comment