Sunday, January 15, 2023

Facebook ads 2023 | 5 things you need to know | Facebook ads tips

ফেসবুকে যারা এ্যাড দেওয়ার করা ভাবছেন বা এ্যাড নিয়মিত দিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে এ্যাড দেওয়ার আগে যদি আপনি পাঁচটি বিষয় না জেনে এ্যাড দেন তাহলে এ্যাড রেজাল্ট খারাপ হতে পারে। পরীক্ষা দেওয়ার আগে বা ব্যবসায়ের প্রেজেন্টেশনের পূর্বে যেমন প্রস্তুতি নিতে হয় তেমনি ফেসবুক এ্যাড দেওয়ার ক্ষেত্রেও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। তাহলে আশাপ্রদ ফল পাওয়া যায়। এছাড়া শট টার্ম ও লং টার্ম এ্যাডের প্লান করা যেতে পারে। যে পাঁচটি বিষয় অবশ্যই জানতে হবে।

০১। আপনি কিভাবে আপনার ব্যবসা বাড়াতে চান? (How would you like to grow your business?)

ব্যবসা কোনো চ্যারিটি নয়, ব্যবসার প্রথম ও শেষ কথা হলো মুনাফা। আর তাই আপনি আপনার ব্যবসাকে কিভাবে বড় করবেন তার একটি সুনির্দিষ্ট প্লান থাকতে হবে। সেক্ষেত্রে শট টার্ম ও লং টার্ম প্লান করা যেতে পারে। আর প্লান অনুযায়ি এ্যাড অবজেকটিভ সিলেক্ট করতে হবে। মনে রাখবেন এ্যাড রেজাল্ট অনেকাংশেই নির্ভর করে সঠিক এ্যাড অবজেটিভের উপর। আর আপনি তখনই এ্যাড দেওয়ার ক্ষেত্রে সঠিক অপজেকটিভ সিলেক্ট করতে পারবেন যখন আপনি আপনার টার্গেট সম্পর্কে ক্লিয়ার হবেন।

০২। আপনার বিজ্ঞাপনের বার্তা কী হবে এবং আপনি কীভাবে তা জানাবেন? (What will the message of your ad be, and how will you convey it?

বর্তমান যুগে পণ্য ও সেবা উৎপাদনের চেয়ে পণ্য ও সেবা বিক্রয়ের কাজ অধিক জটিল। আর তাই আপনার বিজ্ঞাপনের উদ্দেশ্যসমূহ সঠিক ভাবে নির্ধারণ করতে হবে এবং পণ্য বা সেবা সম্পর্কে বার্তা কাস্টমারের কাছে পৌছে দিতে হবে। বিজ্ঞাপন বার্তা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে প্রডাক্ট সম্পর্কিত কোন গুরুত্বপূর্ণ তথ্য যাতে বাদ না যায় এবং কোন ভাবেই কাস্টমার প্রতারিত না হন। কারণ ব্যবসা এক দিনের জন্য নয় তাই কাস্টমার যাতে সন্তুষ্ট থাকে সে দিকে সর্বদা খেয়াল রাখতে হবে।

০৩। আপনি কাকে আপনার বিজ্ঞাপন দেখাবেন? (Who do you want to see your ad?)

কাকে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দেখাবেন সেটি নির্ভর করছে আপনার উপর। ধরুন আপনি বাচ্চাদের প্রডাক্ট নিয়ে ব্যবসা করছেন। সেজন্য নিশ্চয় আপনি বাচ্চাদের এ্যাড দেখাবেন না আবার বাচ্চার ভাই বোন স্কুল বা কলেজে পড়াশুনা করছে তাদেরকেউ নিশ্চয় এ্যাড দেখাবেন না। প্রথমে আপনাকে জানতে জনতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটি কত বছরের বাচ্চার জন্য প্রযোজ্য। তারপর সেই বয়সী বাচ্চার মা-বাবাকে বিজ্ঞাপন দেখাতে পারেন। তাহলে আপনার প্রোডাক্ট সেলস হওয়ার সম্ভবনা বাড়বে। তা না হলে আপনার এ্যাড যাদি সবাই দেখে তাহলে আপনার টাকা বেশি খরচ হবে কিন্তু সেলস তেমন পাবেন না। তাই বিজ্ঞাপন কাকে দেখাবেন এ্যাড দেওয়ার আগে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে।(/p) ০৪। আপনি কত টাকা খরচ করতে চান, এবং কতদিনের জন্য? (How much do you want to spend, and for how long?)

আপনার এ্যাড বাজেট ও সময় কত হবে তা এ্যাড দেওয়ার শুরুতে জানাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি টেস্ট করাবার জন্য এ্যাড দেন তাহলে তার জন্য প্লানিং হবে এক রকম আবার আপনি যদি নিয়মিত এ্যাড দিতে চান তাহলে তার প্লানিং বা ফারনেল হবে অন্য রকম। তবে যারা নিয়মিত ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে অমার মতে শর্ট টার্ম ও লং টার্ম গোল থাকা উচিত ও সেইভাবে বাজেট থাকা উচিত। অনেকের প্রাথমিতভাবে এ্যাড দিয়ে টেস্ট করতে চান সেক্ষেত্রে ১০-২০ ডলার খরচ করেন ফলাফল ভালো না হলে এ্যাড দেওয়া বন্ধ করে দেন। এটা ভুল । যেহেতু টেস্ট এ্যাড তাই গুরুত্ব থাকে কম রেজাল্ট অধিকাংশ ক্ষেত্রে খারাপ হয়। কোন এ্যাড কম সময় ধরে দেওয়া যেমন ঠিক নয় অধিক দিন ধরে দেওয়াও ঠিক নয়। তাই বুঝে শুনে এ্যাডের জন্য বাজেট ও দিন নির্ধারণ করা উচিত।

০৫। বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করতে কোন অ্যাকাউন্ট ব্যবহার করবেন? (Which account will you use to pay for your ads)

একাধিক এ্যাড একাউন্ট দিয়ে এ্যাড দেওয়া ভালো নয়। তাই আপনার যদি একাধিক এ্যাড একাউন্ট থেকে থাকে তাহলে কোন এ্যাকাউন্ট থেকে এ্যাড দিবেন সেটি জানতে হবে। আর যদি আপনি কাউকে দিয়ে কাজটি করিয়ে নেন তাহলে এই বিষয়টি আপনার জানার প্রয়োজন নেই বরং উপরের চারটি বিষয় সম্পর্কে ভালোভাব জেনে উল্লিখিত ব্যক্তিকে জানালে ঐ ব্যক্তি আপনি বা আপনার ব্যবসার জন্য ভালো বিজ্ঞাপন তৈরি করে দিতে পারবেন। প্রত্যেকটি এ্যাড দেওয়ার পূর্বে গবেষণা করুন। সঠিকভাবে প্লানিং করে এ্যাড দিন। সকল কাজ নিজে করবেন এমনটি ভাবা বোকামি তাই টিম তৈরি করুন কাজ বণ্টন করে দিন। আপনি স্বপ্নের পথে হাঁটলে সফলতা আসবেই।

Monday, November 21, 2022

How to create Facebook sales ads 💥 How to Run Facebook Ads

ফেসবুকে সাধারণত দুই ধরনের বিজ্ঞাপন থাকে। যেমন: মৌলিক বিজ্ঞাপন এবং উন্নত বিজ্ঞাপন। এই দুই ধরণের বিজ্ঞাপন বিভিন্ন উপায়ে দেওয়া যেতে পারে।

যেমন: ফেসবুক বিক্রয় বিজ্ঞাপন, ওয়েবসাইট বিজ্ঞাপন, ভিডিও বিজ্ঞাপন, গ্রাহক তালিকা বিজ্ঞাপন, অ্যাপ কার্যকলাপ বিজ্ঞাপন, ক্যাটালগ বিজ্ঞাপন, ফেসবুক পেজ বিজ্ঞাপন, রিটার্গেট বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মতো চেহারা, ফেসবুক মেসেঞ্জার বিজ্ঞাপন , প্রধান বিজ্ঞাপন, পোস্ট প্রবৃত্তি বিজ্ঞাপন।

আজকের ভিডিওতে, আমি কীভাবে ফেসবুক বিক্রয় বিজ্ঞাপন সেটআপ করতে হয় তা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন।

How to set up a Facebook brand awareness campaign | Facebook Boost

কোন ব্রান্ড বা নির্দিষ্ট কোন পণ্য সম্পর্কে যখন গ্রহকদের পরিচিতি করানো হয় তখন মূলত তাকে বলা হয় ব্রান্ড এওয়ারনেস এ্যাড। ব্রান্ড বা প্রোডাক্ট কাস্টোমারের কাছে পরিচিত হলে কমপিটিটিভ মর্কেটেও পণ্য বিক্রির ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। সেজন্য বড় বড় কম্পানিগুলো ব্রান্ড এওয়ারনেসের জন্য অধিক পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। ❤️

একটা উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে আশা করি:

মিনারেল ওয়াটার বা ড্রিংকিং ওয়াটার। সব পানির টেস্ট কিন্তু প্রায় একই রকম। ড্রিংকিং ওয়াটারের ক্ষেত্রে সবচাইতে বড় দরকার যেটা তা হচ্ছে এর সেফটি। এটা কতটুকু বিশুদ্ধ।

এখন বাজারে সব ব্র্যান্ডের পানিই কিন্তু আপনার দরকার যেটা তা পুরন করতে পারবে। তারপরেও এক এক ব্র্যান্ডের চাহিদা কিন্তু এক এক রকম। মাম বা অন্য পরিচিত ব্রান্ডের পানির যে চাহিদা ছিল বাজারে কিনলে এবং একুয়াফিনা মিনারেল ওয়াটার আসার পর অনেক ব্র্যান্ডের বিক্রিই তুলনামূলকভাবে কমে গিয়েছে।

তার মানে অন্য ব্রান্ডগুলো তাদের ব্রান্ড পরিচিতি পেয়েছে এবং গ্রাহকের আস্থা অর্জন করেছে। এভাবে নতুন একটি ব্রান্ড বা পোডাক্টকে পরিচিত করানোর জন্য ব্রান্ড এওয়ারনেস এ্যাড দিতে হয়। ভিডিওতে কিভাবে ব্রান্ড এওয়ারনেস এ্যাড সেটআপ করতে হয় সেটি স্টেপ-বাই-স্টেপ দেখানো হয়েছে। ♥

Saturday, August 20, 2022

ফ্রিল্যান্সিং ট্রেন্ডিং স্কিল ২০২২ || Freelancing Trending Skills 2022

ফ্রিল্যান্সিং Trending Skills আচ্ছা, আপনি কি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহেলে দুইটি বিষয়ের উপর আপনার ধারণা থাকতে হবে। ১। ফ্রিল্যান্সিং ও আউটসোসিং কি? ২। ফ্রিল্যান্সিং জগতে Trending Skills গুলো কি?

ফ্রিল্যান্সিং জগতে Trending Skills বলতে বুঝায় বর্তমান সময়ে যে সকল স্কিলের অনেক বেশি চাহিদা রয়েছে। একটা প্রশ্ন খুবই কমন ফ্রিল্যান্সিং-এ কি ধরণের কাজ করলে অনেক বেশি টাকা-পয়সা ইনকাম করা যায়। উত্তরটা কিন্ত খুবই সোজা বর্তমানে এবং ভবিষ্যতে চাহিদা রয়েছে এবং যেকোন কাজ ভালোভাবে শিখতে হবে। যেকানো একটি Skill আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন। তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বলে আমি বিশ্বাস করি।

তাছাড়া, বর্তমান সময়ে নিজের ব্যবসা শুরু করা সহজ কাজ নয় কারণ স্টার্ট-আপ খরচ, দক্ষ কর্মী, যন্ত্রপাতি, স্থান প্রভৃতি বিষয়ের প্রয়োজন হয়। অতএব, বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং কাজের সন্ধান করে যেখানে কোনও বিনিয়োগ নেই, এবং তারা তাদের সুবিধামত কাজটি করতে পারে। আসুন তবে জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং Trending Skills গুলো কি কি।

01. Blockchain 02. Go development 03. Node.js 04. React.js 05. HR consulting 06. Instructional design 07. HTML5 Developers 08. Unity 3D Developers 09. Business Consultants 10. Marketing Consultants 11. Web Developers 12. Google AdWords Experts 13. Digital Marketers 14. Project Managers 15. Ruby Developers 16. Full Stack Developers 17. Email Marketing Consultants 18. Swift Developers 19. Back End Developers 20. Illustrators

Trending Skills শিখে কোথায় কাজ খুঁজে পাবেন? ফ্রিল্যান্সার হিসেবে আপনি লোকাল মার্কেটপ্লেজে কাজ করতে পারেন আবার ইন্টারন্যাশনাশ মার্কেটপ্লেসেও কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং কাজের জন্য অনেক মার্কেটপ্লেজ রয়েছে তবে তাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ৫টি সাইটের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিবো।

1. Upwork: পূর্বে oDesk নামে পরিচিত ছিল, বর্তমানে আপওয়ার্ক নামে পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, যেখানে ১২ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ফ্রিল্যান্সার এবং ৫ মিলিয়নের বেশি ক্লয়েন্ট হয়েছে। তারা প্রাথমিকভাবে একটি ২০% ফি নেয়। আপনি একই ক্লায়েন্টের সাথে বেশি কাজ করার সাথে সাথে ফি হ্রাস পায়। একবার আপনি একই ক্লায়েন্টের সাথে $500 এর জন্য বিল করলে, তারপরে ফি কমে 10% হয়ে হবে, এবং তারপরে, আপনি যদি একই ক্লায়েন্টের জন্য $10,000 বিল করেন, তাহলে তারা কেবল 5% কমিশন চার্জ করবে। এখানে আপনি Microsoft, Dropbox ইত্যাদি বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন।

2. Fiverr: ফাইভার ফ্রিল্যান্সার এবং ক্লাইন্টদের ডিজিটালভাবে সংযুক্ত কর। এই মার্কেটপ্লের ২৫০টিরও বেশি ক্যাটাগরিতে কাজের সুযোগ রয়েছে৷ Fiverr ২০% চার্জ করে ফ্রিল্যান্সাাদের থেকে অর্থাৎ $5 কাজের জন্য $1 চার্জ করে। এন্ট্রি-লেভেল ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি ভাল প্লাটফরম।

3. Freelancer: ফ্রিল্যান্সার ওয়েবসাইটটি ব্যবহার করা খুব সহজ, এছাড়াও তাদের সাথে সাইন আপ করাও খুব সহজ এবং সোজা। আপনাকে কেবল পূর্ববর্তী কাজের উদাহরণ আপলোড করতে হবে, কাজের জন্য বিড করতে হবে এবং এর পরে, আপনি নিয়োগকারী নিয়োগকারীদের সাথে চ্যাট করতে পারেন। সবচেয়ে ভালো জিনিস হল সাইন আপ করার জন্য আপনাকে কিছু দিতে হবে না, এছাড়াও আপনাকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য একটি ইন্টারভিউ বা পরীক্ষা পাস করতে হবে না। এই ওয়েবসাইটটি ছোট ব্যবসার জন্য সেরা যাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, লোগো ডিজাইনিং, লেখা এবং বিপণনের সাথে সম্পর্কিত যে কোনও বিষয়ে প্রতিভা এবং সাহায্যের প্রয়োজন। ফ্রিল্যান্সার ক্লায়েন্ট তালিকায় হয়েছে বড় ব্র্যান্ডের নাম যেমন: ইন্টেল, মাইক্রোসফ্ট এবং বোয়িং।

4. Guru: এই ফ্রিল্যান্স মার্কেটপ্লেসটি, বিশেষভাবে কোম্পানিগুলিকে সারা বিশ্ব থেকে পেশাদার ফ্রিল্যান্সার পেতে সাহায্য করে। গুরুতে প্রায় ১৫ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গুরুতে প্রোফাইল তৈরি করা বেশ সহজ। গুরু পাঁচটি মাসিক মেম্বারশিপ অফার, বেসিক মেম্বারশিপ সবার জন্য বিনামূল্যে, কিন্তু তাতে, আপনি বছরে মাত্র ১২০টি বিড করতে পারবেন। আপনি যদি একটি কাজ পান, তাহলে গুরু তার জন্য 7% ফি কেঁটে নিবে।

5. People Per Hour: 2007 সালে ক্লায়েন্টদেরকে ফ্রিল্যান্সারদের সাথে সংযুক্ত করার এবং তাদের কাজের স্বপ্নকে বাঁচানোর প্রচেষ্টা থেকে People Per Hour যাত্রা শুরু করে। বর্তামানে সেরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলির মধ্যে একটি কারণ এই প্ল্যাটফর্মে, রয়েছে বিশ্বব্যাপী 1 মিলিয়নেরও বেশি বিশ্বস্ত ফ্রিল্যান্সার । PeoplePerHour ফ্রিল্যান্সারদের £100 মিলিয়নের বেশি অর্থ প্রদান করেছে। আপনি একজন অভিজ্ঞ ফ্রিল্যান্স হলে People Per Hour প্ল্যাটফর্মে আপনার স্বপ্নের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারেন।

Thursday, May 5, 2022

Document Required For Indian Visa

ভিসার প্রয়োজনীয় কাগজপত্র ক্ষেত্র বিশেষ কিছুটা পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানার জন্য তাই ওয়েবসাইট দেখে নিতে পারেন। https://www.ivacbd.com

Elon Musk কেন Twitter কিনলেন?

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার ব্যয় করে কিনে নিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। তবে এতো কিছু থাকতে টুইটার কেন কিনলেন ইলন মাস্ক??? তাঁর পিছনে ৫টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ভিডিওতে রয়েছে বিস্তারিত

Tuesday, February 8, 2022

6 Best FREE Online CV/Resume Maker Website| How to write a CV?

যেকোনো চাকরির ক্ষেত্রে সিভির গুরুত্ব যে আসলে কত, তা বলা বাহুল্য। একটি ভালো পরিমার্জিত সিভি একজন চাকরিপ্রার্থীকে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দেয়। সিভি চাকুরিপ্রার্থীর যোগ্যতার আয়না। একজন নিয়োগকারী নিশ্চয় প্রার্থীর চেহারা দেখে কাজ দিবেনা। সিভিটাই চাকুরিদাতা প্রতিষ্ঠানের কাছে প্রার্থীর প্রধান পরিচায়ক।

কারণ আপনি হয়তো সব যাওয়ার সুযোগ পাবেন না কিন্তু ঐসব জায়গার আপনার সিভি আপনার যোগ্যতাকে উপস্থাপন করবে। তাই ভালো চাকরি পাবার জন্য, নিজের স্কিল বাড়ানোর পাশাপাশি, সিভি তৈরির ক্ষেত্রেও সমানভাবে নজর দিতে হবে অর্থাৎ ভালো মানের একটি সিভি থাকা তাই অত্যান্ত জরুরি।

Facebook ads 2023 | 5 things you need to know | Facebook ads tips

ফেসবুকে যারা এ্যাড দেওয়ার করা ভাবছেন বা এ্যাড নিয়মিত দিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে এ্যাড দেওয়ার আগে য...